×

জাতীয়

ফরিদপুরের তাম্বুলখানা বাজার মন্দিরে দুর্গা প্রতিমা ভাংচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

ফরিদপুরের তাম্বুলখানা বাজার মন্দিরে দুর্গা প্রতিমা ভাংচুর

তাম্বুলখানা মন্দির পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা নেতারা। ছবি: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে নেয়া।

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজার সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের নির্মাণাধীন দুর্গা প্রতিমা সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

সংগঠনের সভাপতি ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিকালে সারাদেশ জুড়ে ধারাবাহিকভাবে প্রতিমা ভাঙার ঘটনা ঘটেই চলেছে। কিন্তু এ সমস্ত ঘটনার কোনো বিচার এ যাবৎকালে না হওয়ার ফলে এ ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে নেতারা বলেন, ফরিদপুরের ওই একই মন্দিরে ২০২১ সালেও অনুরূপ ঘটনা ঘটে। ঐ সময়ও দুর্গাপূজার প্রস্তুতিকালে ওই মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাংচুর করা হয়। সে সময় দিদার নামে এক দুষ্কৃতিকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু ওই দিদারকে মানসিক প্রতিবন্ধী হিসেবে দাবি করে ১৫ দিনের মধ্যেই ছেড়ে দেয়া হয়। সে সময় যদি ওই দুষ্কৃতিকারীকে যথাযথ শাস্তির সম্মুখীন করা হতো তাহলে আজকের ঘটনার পুনরাবৃত্তি হতো না।

বিবৃতিতে নেতারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।

ঘটনাস্থল পরিদর্শনে ঐক্য পরিষদের নেতারা আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাম্বুলখানা বাজার সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুরের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা নেতারা।

সংগঠনের জেলা আহ্বায়ক ভবতোষ বসু রায়, ফরিদপুর পৌর শাখার সভাপতি সুমন দে বাবু ও সাধারণ সম্পাদক অপু সাহার নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল সরকার ও সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র দাস। নেতারা সেখানে পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কথা বলেন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

তাম্বুলখানা মন্দির পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা নেতারা। ছবি: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে নেয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App