×

জাতীয়

আদিলুর-এলানের রায় পড়া শুনছেন যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের পর্যবেক্ষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

আদিলুর-এলানের রায় পড়া শুনছেন যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের পর্যবেক্ষক

ছবি: ভোরের কাগজ

আদিলুর-এলানের রায় পড়া শুনছেন যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের পর্যবেক্ষক
আদিলুর-এলানের রায় পড়া শুনছেন যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের পর্যবেক্ষক

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলার রায় পর্যবেক্ষণ করতে আদালতে এসেছেন ৪ দেশের প্রতিনিধি। তারা হলেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর্যবেক্ষক।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার রায় পড়া শুরু করেছেন। পর্যবেক্ষণরা এজলাসের ভিতর বেঞ্চে বসে রায় পড়া শুনছেন। রিপোর্ট লেখার সময় বিচারক মামলার রায় ইংরেজিতে পড়ছেন।

এরআগে আদালতে এসে অস্ট্রেলিয়ার হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি সাচা ব্লুমেন বলেন, আমরা রায় পর্যবেক্ষণ করতে এসেছি। রায়ের বিষয়ে তাদের কোন উদ্বেগ আছে কিনা জানতে চাইলে তারা বলেন এ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই আমরা শুধু পর্যবেক্ষক হিসেবে আদালতে এসেছি।

এদিকে রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির আছেন। আদালতে রয়েছে বাড়তি নিরাপত্তা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম। রাতে তাদের সরাতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল মানবধিকার সংগঠন অধিকার। কিন্তু সরকারের ভাষ্য সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি।

শাপলা চত্বরে অভিযানের পর ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। পরে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App