×

জাতীয়

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা

প্রতি লিটার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নতুন দর যথাক্রমে বোতলজাত ও খোলা তেলের দাম- ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

টিপু মুনশি জানান, পাম তেলের মূল্য ৪ টাকা কমানো হবে। লিটারপ্রতি দর হবে ১২৪ টাকা। এক থেকে দুই দিনের মধ্যেই সয়াবিন ও পাম তেলের নতুন দর কার্যকর হবে।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিকাল থেকেই অভিযানে নামবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App