×

জাতীয়

সানজিদা-হারুনকাণ্ড: তদন্ত কমিটির কাছে যা বললেন নাঈম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ পিএম

সানজিদা-হারুনকাণ্ড: তদন্ত কমিটির কাছে যা বললেন নাঈম

ছবি-সংগৃহীত

পুলিশের নির্যাতনে গুরুত্বর আহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমকে চিকিৎসা দেয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার শারীরিক অবস্থা জানতে যান ডিএমপি থেকে করা তদন্ত কমিটির সদস্যরা। এসময় তার শারীরিক অবস্থার খোঁজ নেন পুলিশের কর্মকর্তারা। নাঈমের কাছ থেকে সেদিন বারডেম হাসপাতাল ও শাহবাগ থানায় ঘটা ঘটনার বিস্তারিত শোনেন তদন্ত কমিটির প্রধান ডিএমপির উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। নির্যাতনের শিকারের পর থেকেই সেখানে চিকিৎসাধীন নাঈম। এসময় তার সঙ্গে কমিটির সদস্য অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউ মার্কেট জোন) শাহেন শাহ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। হাসপাতালে উপস্থিত নাঈমের স্বজন ও সহপাঠীরা এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তদন্ত কমিটির পক্ষ থেকে নাঈমের পরিবারকে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরা এবং দোষী সাব্যস্ত করার আশ্বাস দেয়া হয়। মূলত তদন্তের স্বার্থে নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা নাঈমের জবানবন্দি নিতে হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমিটির সদস্যরা। এসময় নাঈম বলেন, ‘সাময়িক যে বহিষ্কার করা হয়েছে এর ওপর আমি কোনো আস্থা রাখছি না। তদন্ত কমিটি যে সিদ্ধান্ত নেবে এর পরিপ্রেক্ষিতে বিবেচনা করে আমি আইনি লড়াই করব। যদি তদন্ত কমিটি থেকে তাকে সর্বোচ্চ শাস্তি স্থায়ী বহিষ্কার করে এবং আমার ওপর যে ফৌজদারি অপরাধ করেছে সেটার জন্য যদি তাকে গ্রেপ্তার করে তাহলে আমি সন্তুষ্ট। না হলে আমি আইনি লড়াইয়ে যাব।’ তিনি বলেন, ‘তদন্ত কমিটিতে যদি আমার প্রত্যাশা অনুযায়ী রায় পাই তাহলে আমি মামলা করব না। আর যদি সন্তোষজনক রায় না পাই তাহলে আমি মামলা করব। তার জন্য আমার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে।’ তিনি সেদিনের ঘটনা সম্পর্কে বলেন, ‘মামুন ভাইয়ের ফোনের কারণে গিয়েছি। আগে থেকে কোনো কিছুই জানতাম না আমি। সানজিদা আফরিনকেও সেদিনই সেখানে প্রথম দেখা।’ এডিসি হারুনের রংপুরে সংযুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, সাময়িক বহিষ্কার করলে কোনো এক জায়গায় সংযুক্ত করতে হয়।’ উল্লেখ্য, নাঈম ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি। গত শনিবার রাজধানীর শাহবাগ থানায় পুলিশের মারধরে আহত হন তিনি। এসময় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনীমও গুরুতর আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App