×

জাতীয়

প্রতিশ্রুতি পূরণ না হলে সংখ্যালঘুরা সরকারের প্রতি আস্থা হারাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

প্রতিশ্রুতি পূরণ না হলে সংখ্যালঘুরা সরকারের প্রতি আস্থা হারাবে

ছবি: ভোরের কাগজ

ক্ষমতাসীন দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে পরিষদের নেতারা ইসকন মন্দিরে মতবিনিময়ে মিলিত হন। সভায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, সম্প্রতি জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উভয়েই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কার কথা তুলে ধরেছেন। তাদের এ আশঙ্কা অমূলক নয়। আমরাও লক্ষ্য করেছি, অতীতের সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদেরকে রাজনীতির ঘুঁটি বানানো হয়েছে। নির্বাচন এলেই সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের ঘটনা বেড়ে যায়। এ অবস্থার প্রতিকার বিদ্যমান সাধারণ আইনে সম্ভব নয় বলেই আমরা সংখ্যালঘু সুরক্ষা বিশেষ আইনের দাবি তুলেছি। ক্ষমতাসীন আওয়ামী লীগও আমাদের দাবি ও বাস্তবতাকে উপলব্ধি করে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব কিছু প্রতিশ্রুতি গত নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখলাম, আরেকটি নির্বাচন সমাগত হলেও বিগত নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতির কিছুই এখনো বাস্তবায়ন করেনি। উপরন্তু জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গৎবাঁধা ঢালাও বক্তব্য আমাদের হতাশ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলে আগামী নির্বাচনের আগে এই স্বল্প সময়েও সাত দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব। অন্যথায় দেশের সংখ্যালঘু জনগণ সরকারের প্রতি আস্থা হারাবে। দাবি আদায়ে আগামী ২২-২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন ও গণঅবস্থান সহ ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে মহাসমাবেশ সফল করতে ইসকনের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, ইসকন ফুড ফর লাইফের পরিচালক ও ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীপাদ অমানি কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন লিগ্যাল এন্ড ল্যান্ড উইংয়ের পরিচালক শ্রীপাদ চিন্ময় গদাধর দাস, শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, শ্রীমান সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী, ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, যুব ঐক্য পরিষদের সহ সভাপতি সুবোল ঘোষ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App