×

জাতীয়

জ্বরে আক্রান্ত, আদালতে হাজির হননি পরীমনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম

জ্বরে আক্রান্ত, আদালতে হাজির হননি পরীমনি

জ্বরে আক্রান্ত, আদালতে হাজির হননি পরীমণি

জ্বরে আক্রান্ত, আদালতে হাজির হননি পরীমনি

ছবি : সংগৃহীত

জ্বরে আক্রান্ত, আদালতে হাজির হননি পরীমনি

ছবি : সংগৃহীত

আলোচিত চিত্রনায়কা পরীমনিকে মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছে। পরীমনির জ্বর বলে তিনি এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেন নি। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। তবে পরীমনির জ্বর থাকায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সময় চেয়ে আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে সাক্ষ্য পেছানোর আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী বলেন, আজ সাক্ষ্য দেওয়ার জন্য পরীমণির আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তিনি শুটিং থেকে বাসায় ফিরে হালকা জ্বরে আক্রান্ত হয়েছেন। এছাড়া পারিবারিক ব্যস্ততা থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আমরা আদালতে সময়ের আবেদন দাখিল করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর গত বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App