×

জাতীয়

হারুনের ওপর হামলা চালায় রাষ্ট্রপতির এপিএস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

হারুনের ওপর হামলা চালায় রাষ্ট্রপতির এপিএস

পুরনো ছবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। সেখানে আগে বরখাস্ত এডিসি হারুনের উপর হামলা চালানো হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি জানান, বারডেম হাসপাতালে এডিসি হারুনের অবস্থান জানতে পেরে সেখানে যান রাষ্ট্রপতির এপিএস মামুন। তিনি যাওয়ার সময় ছাত্রলীগ নেতাদের নিয়ে যান। তাদের নিয়ে এডিসি হারুনের ওপর হামলা চালানোর তথ্য পাওয়া গেছে। ঘটনার তদন্তে এসব বিষয় আসা উচিত বলে মনে করেন তিনি। ডিবি প্রধান বলেন, ঘটনাটি একপাক্ষিকভাবে প্রচার হচ্ছে। সবপক্ষকেই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। তিনি জানান, এডিসি হারুনের ওপর হামলা করে তার চশমা ভেঙে দেয়া হয়। তিনিও আঘাতপ্রাপ্ত হন। তবে পরবর্তীতে এডিসি হারুনের নির্যাতনের দায় পুলিশ বাহিনী নিবে না। এর আগে, গত রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন বলেছিলেন, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। এটি তদন্ত করা হবে; এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এডিসি হারুনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App