×

জাতীয়

মেয়র পদে আর লড়বো না: আইভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ পিএম

মেয়র পদে আর লড়বো না: আইভী

পুরনো ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মেয়র পদে আর লড়বো না। তিনবার মেয়রপদে লড়েছি। এবার এমপি নমিনেশন চাইবো। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নগর ভবনে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০২২ সালে তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছি। আর মেয়র পদে লড়বো না। এবার আসন্ন সংসদ নির্বাচনে নমিনেশন চাইবো। এর আগে সোমবার দুপুরে সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, নারায়ণগঞ্জে ডিসি-এসপি সাহেবরা চলেন দুই এমপির কথায়। নগরবাসীর কথা তারা শোনেন না। আমি অনুরোধ করার পরও তারা আমার কথা শোনেন না। সরকারি দপ্তরগুলো সিটি করপোরেশনকে সহযোগিতা করলে কাজ করা অনেক সহজ হতো। সিটি করপোরেশনের মেয়রের চেয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা সহজ। উল্লেখ্য, ২০১১ সালের ৩০ অক্টোবর নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মেয়র হিসেবে জয়লাভ করেন। ২৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রথম নারী সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। ২০১৭ সালের ৫ জানুয়ারি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন। ১৬ জানুয়ারি ২০২২ নির্বাচনে তৃৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। ২০২২ সালের ২২ আগষ্টের প্রজ্ঞাপন অনুযায়ী সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App