×

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা পেতেই ডিএজি এমরানের নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা পেতেই ডিএজি এমরানের নাটক
নিরাপত্তাহীনতার কথা বলে মার্কিন দূতাবাসে পরিবারসহ আশ্রয় চেয়ে সাড়া পাননি বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করে মার্কিন দূতাবাস থেকে কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে দূতাবাস ত্যাগ করে রাজধানীর লালমাটিয়ার বাসায় ফিরে যান তিনি। গ্রেপ্তারের শঙ্কা নেই বলে সরকারের তরফ থেকে দূতাবাসকে আশ্বস্ত করা হলে দূতাবাসের কর্মকর্তারা এমরানকে এ তথ্য জানালে তিনি বাসায় ফিরে যান। এর মধ্যদিয়ে সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সব নাটকের আপাতত অবসান ঘটল। এর আগে শুক্রবার ( ৮সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পরিবারসহ মার্কিন দূতাবাসে যান এমরান। বন্ধের দিন হওয়ায় দূতাবাসের মূল ফটকের পাশে একটি কক্ষে তাদের বসিয়ে রাখেন নিরাপত্তাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৭টায় দূতাবাস ত্যাগ করেন তিনি। ডিএজি এমরানের আশ্রয় চাওয়ার বিষয়ে সন্ধায় ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, এ বিষয়ে দেয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই। ডিএজি এমরানের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ত্যাগের বিষয়টি নিশ্চিত করে রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, ডিএজি এমরান অনেক আগেই দূতাবাস ত্যাগ করেছেন। ডিএজি এমরান কেন দূতাবাসে গিয়েছিলেন জানতে চাওয়া হলে উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, তিনি ব্যক্তিগত কারণে বা কারও সঙ্গে সাক্ষাৎ করতে এসে থাকতে পারেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করে তিনি চলে যান। রাত সোয়া সাড়ে ৮টায় এমরান আহম্মদ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দূতাবাসে অপেক্ষা করেছি। আমাকে গ্রেপ্তারের আশঙ্কা নেই বলে সরকারের পক্ষ থেকে দূতাবাসকে জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন। পরে পুলিশ এস্কট দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে মার্কিন দূতাবাসে আশ্রয় চাওয়ার বিষয়টি নিজেই গণমাধ্যমকে জানিয়ে সাংবাদিকদের এমরান আহম্মদ বলেন, আমি মার্কিন দূতাবাসে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন যাবৎ অনবরত হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এ সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ তিনটি ব্যাগে এক কাপড়ে আমার তিন মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। আমাদের জন্য দোয়া করবেন। এদিকে, পরিবার নিয়ে এমরানের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নেয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেছেন, এই জন্যই তো (এমরান) নাটক সাজিয়েছে। যুক্তরাষ্ট্রে যেতে চায়, বিষয়টি আমি দেখছি। এ বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ড. ইউনূস ইস্যুতে এমরান যা করছে, এগুলো সবই সাজানো নাটক। শুক্রবার মার্কিন দূতাবাস বন্ধ থাকে, এটা কে না জানে। তিনিও নিশ্চয়ই জানেন। তিনি শুক্রবার মার্কিন দূতাবাস বন্ধ জেনেই গিয়েছেন। কারণ তার অন্য উদ্দেশ্য আছে। তিনি যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে স্থায়ী হতে চান। এর আগে তিনি আরো দুইবার ভিসা চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। এবার আশা করি তিনি সফল হবেন। এর মধ্যদিয়ে নাটকেরও সমাপ্তি ঘটবে। এর আগে ড. ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানো ও তিনি বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করার জেরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। শুক্রবার তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেছেন-সলিসিটর রুনা নাহিদ আক্তার। প্রজ্ঞাপনে বলা হয়েছে- দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৭৭২ (পিও নম্বর ৬) এর ৪ (১) অনুচ্ছেদ অনুসারে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিল করা হলো। পাশাপাশি তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেয়া হলো। অবিলম্বে তা কার্যকর হবে। গত সোমবার এমরান আহম্মদ ভূঁইয়া বলেছিলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে তিনি সই করবেন না। তিনি বলেন, ড. ইউনূসকে বিচারিক হয়রানি ও তার সম্মানহানি করা হচ্ছে। আমি মনে করি, নোবেল বিজয়ী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৭৫ জনের বিবৃতি সঠিক। আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত। এ ঘটনায় দেশের সর্বোচ্চ বিচারাঙ্গণ সুপ্রিম কোর্টসহ সর্বত্র আলোচনা-সমালোচনা শুরু হয়। একইদিন দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৫১১ নম্বর রুমের সামনে এমরান আহম্মদ ভূঁইয়ার নেমপ্লেট খুলে ফেলা হয়। পাশাপাশি তার কক্ষে থাকা মামলার সব ফাইল সরিয়ে নেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App