×

জাতীয়

কলাবাগানের হেনাসহ সব গৃহকর্মী হত্যার বিচার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

কলাবাগানের হেনাসহ সব গৃহকর্মী হত্যার বিচার দাবি
দেশে গৃহকর্মীদের হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়া যেন রীতিতে পরিণত হয়েছে। যে দু’একটি ঘটনায় হত্যা মামলা হয়, সেগুলোর আসামিরা গ্রেপ্তারের কিছুদিন পরই জামিনে বেড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। ফলে রাজধানীর কলাবাগানে শিশু গৃহকর্মী হেনা হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকত্রী গ্রেপ্তার হলেও সুষ্ঠু বিচার নিয়ে আমরা সন্দিহান। তাই হেনাসহ সব গৃহকর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি নির্যাতন কমিয়ে আনতে দেশের গৃহকর্মী পেশাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে গৃহশ্রমিকদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে সরকারের উদ্যোগ নিতে হবে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গৃহকর্মী হেনা হত্যার বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমা আক্তার, টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি আমেনা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে মিছিল করে গৃহকর্মী হেনা হত্যার বিচার চাওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, টাকার বিনিময়ে শ্রম বিক্রি করলেও গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে না। ২০০৬ সালে শ্রম আইন পাশ হলেও আজ পর্যন্ত গৃহশ্রমিকদের ওই আইনে অন্তর্ভুক্ত করা হলো না। একটি নীতিমালা করা হলেও সেটির তোয়াক্কা করছে না কেউ। সবচেয়ে দুঃখের বিষয়, রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বাসায় গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। কিন্তু নির্যাতনের সুষ্ঠু বিচার হলে, গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলে, যথার্থ ক্ষতিপূরণের ব্যবস্থা করলে এসব ঘটনা কমে যেত। সুতরাং অতিবিলম্বে রাষ্ট্রকে এসব উদ্যোগ নেয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি গৃহকর্মীদের সুরায় আইএলও কনভেনশন ১৮৯ অনুস্বার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App