×

জাতীয়

এক কোটি মশারি দিলে ডেঙ্গুতে মৃত্যু অর্ধেক কমে যাবে: শামীম পাটোয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

এক কোটি মশারি দিলে ডেঙ্গুতে মৃত্যু অর্ধেক কমে যাবে: শামীম পাটোয়ারি
সারাদেশে এক কোটি মশারি দিলে ডেঙ্গুতে মৃত্যু অর্ধেক কমে যাবে বলে মনে করেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিলের বিষয়ে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়। শামীম হায়দার পাটোয়ারি বলেন, ডেঙ্গুতে কোনভাবেই মৃত্যু কমাতে পারছে না স্বাস্থ্য বিভাগ। মৃত্যু চার-পাঁচদিন আগে ছিলো ৪৪৪ জন। এবং সেটি এখন ছয়শ'র এর উপর চলে গেছে। লাখের উপর আক্রান্ত হয়ে গেছে। প্রায় সকলকে হসপিটালাইজড করতে হচ্ছে। প্রতি দুইশ' জনে একজন করে গড়ে মারা যাচ্ছে। চিকিৎসা ব্যয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। ২০১৯ সাথে প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয় হয়েছিলো টোটাল সরকারি-বেসরকারি মিলিয়ে। এখন এটা অলরেডি হাজার কোটি টাকা পাড় হয়ে গেছে। এটার জন্য আসলে কি দরকার? কি টেকনোলজি লাগবে? তিনি বলেন, আমি তো মনে করি খুব সহজ ব্যাপার। এক লাখ ভলান্টিয়ারকে নিয়োগ করেন। তারা বাড়িতে বাড়িতে লার্ভা পরিস্কার করবে, ঔষধ দিয়ে আসবে। এখন ঔষধটা যদি ভেজাল হয়, আর সেই ভেজাল ঔষধের পরে যদি কোন কাজ না হয় তখন ডেঙ্গু বাড়বেই। আর মশারি দেন, এক কোটি মশারি দিয়ে দিয়ে দেন। পাঁচশ' কোটি টাকা লাগবে। এই পাঁচশ' কোটি টাকা কি দিতে পারছে না সরকার? এক কোটি মশারি দিলে মৃত্যু অর্ধেক কমে যাবে। তিনি আরও বলেন, যে রোগীর ডেঙ্গু হয়, সেই ডেঙ্গু রোগীকে যতগুলো মশা কামড় দেবে ওই মশা আবার সুস্থ মানুষকে কামড় দিলে তারও ডেঙ্গু হবে। এই সহজ পদ্ধতি অবলম্বন করলে ৫০ শতাংশ ক্যাজুয়ালিটি ইজিলি কমানো যায়। সেরকম কোন পদক্ষেপ দেখছি না। মন্ত্রী অত্যন্ত চৌকশ, আমার মনে হয় এ বিষয়ে ওনার দ্রুত এক্সপার্টদের নিয়ে বসা উচিত এবং পদক্ষেপ নেয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App