×

জাতীয়

ন্যায়বিচার নিশ্চিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

ন্যায়বিচার নিশ্চিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। ছবি: ভোরের কাগজ

ন্যায়বিচার নিশ্চিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগানোর কথা বলেছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এইড টু গুড ইনভেস্টিগেশন কোর্সের ১০৭তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টম্বর) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিআইডি প্রধান বলেন,ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ন্যায়বিচার নিশ্চিত করণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। তদন্ত তদারকি কর্মকর্তা হিসেবে বর্তমান সময়ের ডিজিটাল অপরাধ দমনে বিজ্ঞান ভিত্তিক তদন্ত, মামলার খুটিনাটি সব বিষয়ে জানতে হবে ও নিজেদেরকে আরো দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।

১৫ দিনব্যাপী পরিচালিত এই কোর্সে ডিএন এর নমুনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, সিডিআর বিশ্লেষণ, এজাহারের ভুল-ত্রুটি, ফরেনসিক, সাইবার অপরাধ, এসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, সাক্ষ্য আইন, মানব পাচার, মানি লন্ডারিং এবং আসামীদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। এই কোর্সে সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার মোট ২২ জন কর্মকর্তা অংশ নেয়।

ন্যায়বিচার নিশ্চিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App