×

জাতীয়

ইউনূসের পক্ষে বিবৃতি দুদকের তদন্তে কোনো প্রভাব ফেলবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম

ইউনূসের পক্ষে বিবৃতি দুদকের তদন্তে কোনো প্রভাব ফেলবে না

ড. মুহাম্মদ ইউনূসের বিচারপ্রক্রিয়া স্থগিত চেয়ে বিশ্বের ১৭৫ জন বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিকের বিবৃতি আমলে নিয়ে সফট হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। মঙ্গলবার (৫ সেপ্টম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আমাদের আইন অনুযায়ী যেভাবে তদন্ত করার দরকার সেভাবেই তদন্ত সম্পন্ন করবো। কোনো ধরনের বিবৃতি দুদকের তদন্তে প্রভাব ফেলবে না। তদন্ত যথাসময়ই শেষ হবে। কোনো ধরনের বিবৃতি আমলে নেব না, অপরাধ হলে সেটা আমলে নেব। আইন অনুযায়ী দুদকের সফট হওয়ার সুযোগ নেই।

এর আগে গত ২৮ আগস্ট ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেয় ১৭৫ জন বিশ্বনেতা। এর পরপরই দেশের বিশিষ্ট বিভিন্ন ব্যক্তিরা বিবৃতির বিপক্ষে পাল্টা বিবৃতি দিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়, দুদকের মামলায় বিদেশীদের বিবৃতি কোনো প্রভাব ফেলবে কিনা।

প্রসঙ্গত, গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে সেই মামলা তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App