×

জাতীয়

আজ সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

আজ সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল
সাইবার নিরাপত্তা বিল-২০২৩ আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে উত্থাপন করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক বসবে এদিন বিকাল ৪টা ৪৫ মিনিটে। বৈঠকের দিনের কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে। বিবরণীতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিল-২০২৩ সংসদে উত্থাপন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এটির পরীক্ষামূলক প্রতিবেদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন প্রতিমন্ত্রী। সরকার গত ৭ আগস্ট জানায় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে 'রূপান্তর' এবং আধুনিকায়ন' করার সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে সাইবার নিরাপত্তা আইন। যেখানে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে। গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে। সাইবার নিরাপত্তা বিল ছাড়াও আরো কয়েকটি বিল উত্থাপন হবে। এরমধ্যে রয়েছে-জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩; বাণিজ্য সংগঠন (সংশোধন) বিল-২০২৩; জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল-২০২৩। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ‘সেন্সরশিপ অব ফিল্ম অ্যাক্ট-১৯৬৩ রহিত করে সময়োপযোগী পুনঃপ্রণয়নকল্পে আনীত একটি বিল (বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বিল, ২০২৩; উত্থাপন করবেন বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App