×

জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসি বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসি বাস

বিআরটিসি বাস। ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্ধশতাধিক বাস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

তিনি জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে।

মো. তাজুল ইসলাম বলেন, গাজীপুর থেকে আসা বিআরটিসির এসব বাস কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে। তবে এসব বাসে চলাচলকারী যাত্রীরা মাঝপথে নামতে পারবে না।

বাসভাড়া নিয়ে বিআরটিসির চেয়ারম্যান বলেন, বর্তমান তালিকা অনুযায়ী ভাড়া নেয়া হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ের এই অংশে যানবাহন চলাচল শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App