×

জাতীয়

প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে হবে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ঐক্যমঞ্চ একটি যুগোপযোগী সামাজিক সংগঠন। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছে তাঁরা বাঙ্গালী জাতির সূর্য সন্তান। একদিন তাঁরা হয়তো কেউ বেঁচে থাকবেন না, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনার মশাল বয়ে বেড়াবে মুক্তিযোদ্ধার সন্তানেরা। রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ঐক্যমঞ্চ কর্তৃক "দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ আজ সারা পৃথিবীর বিস্ময়ে পরিণত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারনে এবং মাঝি হিসাবে শেখ হাসিনার দিক নির্দেশনা পাওয়ার ফলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের দর্শন তাঁর কন্যা বাস্তবায়ন করছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সকল সংগঠন শেখ হাসিনার সিদ্ধান্তের উপর আস্থা রেখে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। মোঃ শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছর সংগ্রামের মধ্য দিয়ে বাঙ্গালী জাতিসত্তাকে আবিষ্কার করেছিলেন। তিনি প্রত্যেকটি মানুষকে প্রশিক্ষিত করেছিলেন স্বাধীনতার মূলমন্ত্রে। সেই ধারাবাহিকতায় দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সাবেক ছাত্রনেতা, আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ব্যারিষ্টার জাকির আহম্মদের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক জয়ন্ত আচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এছাড়াও সংসদ সদস্য, আওয়ামী লীগের অন্যান্য জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App