×

জাতীয়

যাত্রীর ব্যাগে পাওয়া স্বর্ণ স্ত্রীকে উপহার, দুই ভাই গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম

যাত্রীর ব্যাগে পাওয়া স্বর্ণ স্ত্রীকে উপহার, দুই ভাই গ্রেপ্তার
ভুলে একটি ব্যাগ রিকশায় ফেলে দুই যাত্রী নেমে গেলে তা ফেরত দেয়ার চেষ্টা না করেই পালিয়ে যায় রিকশাচালক মানিক (৪০)। পরে সেই ব্যাগে পাওয়া স্বর্ণ স্ত্রীকেও উপহার দেয় সে। তবে এ বিষয়ে যাত্রীরা অভিযোগ করলে রিকশাচালককে গ্রেপ্তারের অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মাগুরা জেলার সদর থানার নাডিখালী গ্রাম থেকে শনিবার (২ সেপ্টম্বর) রাতে রিকশা চালককে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তার ভাই ইবাদত মেল্যাকেও (৩৬) গ্রেপ্তার করা হয়। স্বর্ণ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের বিষয়ে রবিবার (৩ সেপ্টম্বর) এসব কথা জানান-মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গত ৩০ আগস্ট দুই যাত্রী নিয়ে কল্যাণপুর বাস স্টেশন যায় চালক মানিক। ওই যাত্রী রিকশা থেকে নামার সময় একটি ব্যাগ ভুলে ফেলে যায়। তবে সেই ব্যাগ ফেরত দেয়ার চেষ্টা না করে তা নিয়ে পালিয়ে যায় সে। ওই ব্যাগ থেকেই মেলা কিছু স্বর্ণ স্ত্রীকে উপহার দেয় সে। পরে স্ত্রীর কথায় শাশুড়িকে বাকি স্বর্ণ উপহার দিতে তা নিয়ে শ্বশুর বাড়ি মাগুরায় চলে যান। আর এই কাজে তাকে সহযোগিতা করে তারই ভাই ইবাদত। এজন্য ইবাদতকেও স্বর্ণ দেন তিনি। যাতে ধরা না পরেন এজন্য মোবাইল ও সিমও পালটে ফেলেছিলে রিকশাচালক মানিক। তবে অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিকের বিষয়ে নিশ্চিত হয়ে মাগুরা থেকে মানিক ও ইবাদতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণও উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App