×

জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১১ পিএম

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

ফাইল ছবি

স্থায়ী নিয়োগের দাবিতে রেলের কর্মচ্যুত গেটম্যান, খালাসীরা রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মালিবাগ বাজারে রেল লাইনে বসে বিক্ষোভ ও রেল অবরোধ করে। পরে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনা করবেন এ আশ্বাসে দুপুর আড়াইটার দিকে তারা অবরোধ তুলে নেন। পরে প্রায় ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে চাকরি স্থায়ীকরণের দাবিতে সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধ করে রাখেন-অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকায় কোনো ট্রেন প্রবেশ করতে পারেনি। এছাড়া ঢাকা থেকে কোনো ট্রেনও বেরোতে পারেনি। দুপুর পর্যন্ত ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের ট্রেনের টিকিট ফেরত নেয়ার ঘোষণা দেয়া হয়। অবরোধের কারণে আটকা পড়ে অগ্নিবীনা, জয়ন্তিকা, একতা ও কিশোরগঞ্জ এক্সপ্রেসও। গত ১৬ জুলাই একই দাবিতে রাজধানীর এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করেছিলেন অস্থায়ী শ্রমিকরা। সেদিন রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা। এনিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কয়েকদফা বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ার শ্রমিকরা আজ আবারও রেললাইন অবরোধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App