×

জাতীয়

সন্তানকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন শাহিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম

সন্তানকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন শাহিনা

ছবি: ভোরের কাগজ

সন্তানকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানালেন শাহিনা

নবজাতক আব্দুল্লাহ

আশাই ছেড়ে দিয়েছিলাম, আমার বাচ্চা আর ফিরে পাবো না। এরপরও সবার চেষ্টায় আমার সন্তানকে ফিরে পেয়েছি এজন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সবার কাছে কৃতজ্ঞ।

কথাগুলো বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরির ৩ দিন পর উদ্ধার হওয়া নবজাতকের মা শাহিনা আক্তার।

চোখেমুখে তখনও তার আনন্দের ছাপ। ভেজা চোখ যেনো জানান দিচ্ছিলো, হারানো বুকের ধন ফিরে পেয়েছেন তিনি।

গত ৩১ আগস্ট হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয় নবজাতক আব্দুল্লাহ।

চুরির ৩ দিন পর শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের ১০৬ নম্বর গাইনি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৬ দিন বয়সি ছেলেকে কোলে নিয়ে বসে আছেন শাহিনা আক্তার।

[caption id="attachment_461355" align="aligncenter" width="1600"] নবজাতক আব্দুল্লাহ[/caption]

তাকে ঘিরে আছে বেশ কিছু নারী-পুরুষ। যাদের কেউ শাহিনা-হিরণ দম্পতির স্বজন, কেউবা অন্যান্য রোগীর উৎসুক দর্শনার্থী।কথা হয় শিশুটির বাবা হিরণ মিয়ার সঙ্গে।

তিনি বলেন, বাচ্চা চুরি হওয়ার পর অনেকে বলেছে বাচ্চা ফিরে পাবো, আবার অনেকে বলেছে চুরি হলে আর ফিরত পাওয়ার আশা নাই। আমরাও ভেবে নিয়েছিলাম হয়তো সত্যি আর ফিরত পাবো না। বাচ্চা ছাড়াই বাসায় চলে যেতে হবে আমাদের।

শনিবার রাতে যখন হাসপাতাল থেকে আমার স্ত্রীকে পুলিশ নিয়ে গেলো বাচ্চা উদ্ধারে সহযোগিতার জন্য, তখন একটু শুনেছিলাম, বাচ্চার সন্ধান পাওয়া গেছে। কিন্তু পুরোপুরি বিশ্বাস হচ্ছিলো না।

রবিবার ফজরের নামাজের পর যখন বাচ্চা এবং বাচ্চার মাকে পুলিশ হাসপাতালে নিয়ে আসলো তখন আমার চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমার কি যে আনন্দ হচ্ছিলো! বলার মত না।

থানা পুলিশসহ নবজাতক উদ্ধারের জন্য যারা যারা কাজ করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিরণ মিয়া। মিডিয়াতে ধারাবাহিকভাবে সংবাদ প্রচার করার জন্যও সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, শনিবার রাতে নবজাতকটি উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে বাচ্চাটি তার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার পর সবাইকে তা জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App