×

জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ এএম

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)

ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। এরপরই রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, মালিবাগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল কমিউটার ট্রেন আটকে আছে।

শ্রমিকরা দাবি করছেন, তারা গেটম্যান, খালাসিসহ বিভিন্ন পদে অস্থায়ীভাবে ১০-১২ বছর চাকরি করে আসছেন। কিন্তু বর্তমানে আউট সোর্সিং এর মাধ্যমে লোক নিয়ে রেলওয়ে তাদের কর্মচ্যুত করেছে। তারা চাকরি স্থায়ী করা ও আউট সোর্সিং প্রথা বাদ দিয়ে তাদেরকে নিয়োগ দেবার দাবি জানাচ্ছেন।

এদিকে এ বিষয়ে রেলমন্ত্রীর নুরুল ইসলাম বলেন, আমরা কর্মী সংকটের কারণে কিছু কর্মী চুক্তিভিত্তিক নিয়োগ করি। তাতের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবারে আমরা আউট সোর্সিং এর মাধ্যমে পরীক্ষা নিয়ে কর্মী নিয়োগ করতে চাই। এরা আন্দোলন করছে, আমি তাদের বলেছি, পরীক্ষায় বসতে, তাদেরকে অভিজ্ঞতার জন্য বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

তবে কর্মীরা তাদেরকে পূর্ণ নিয়োগ ও আউট সোর্সিং প্রথা বাদ দেবার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।

https://www.youtube.com/watch?v=RGBAzEh4yQs

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App