×

জাতীয়

গণতন্ত্র পুনরুদ্ধার করেই বিএনপি রাজপথ ছাড়বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধার করেই বিএনপি রাজপথ ছাড়বে

নয়াপল্টনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: ভোরের কাগজ

৪৫ তম প্রতিষ্ঠাবাষির্কীতে একদফা’ দাবিতে রাজপথেই অটল থাকার বার্তা দিল বিএনপি। সঙ্গে জুড়ে দিলো সরকার পতনের হুশিয়ারি। চলমান আন্দোলনে সাত দিন বিরতি দিয়ে নয়াপল্টনে গতকাল বড় ধরনের শোডাউন করে বিএনপির নেতারা বললেন, গণতান্ত্রিক আন্দোলনে আরো ত্যাগ স্বীকারের ঝুঁকি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে বিএনপি। একই সঙ্গে দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিসহ সরকারের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে ক্ষমতাসীনদের প্রতিটি অপকর্মের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নীতি-নির্ধারকরা। প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পূর্ববর্তী সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এমন একটা সময়ে দলটি ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন সরকার পদত্যাগের ১ দফা দাবি নিয়ে রাজপথের আন্দোলনে বিএনপি। সমাবেশে অন্যন্য নেতারা অভিযোগ করেন বিএনপিকে চাপে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে সরকার। ড. মঈন খান বলেন, রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই বিএনপি এক দফা’ দাবি আদায় করবে। তার ভাষ্য- আজকে এই প্রতিষ্ঠার দিন আমাদের জন্য আনন্দের হলেও মূল লক্ষ্য রাজপথ। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেই বিএনপি রাজপথ ছাড়বে। তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনে আমরা জয়ী হবোই। শুক্রবার ( ১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ওপর নির্মিত হয় সমাবেশের মঞ্চ। মঞ্চের ব্যানারে বিশাল আকারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টানানো হয়। এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদাভাবে জিয়ার কবরে ফুল দেয়া হয়। এ সময় বিশেষ মোনাজাত করেন নেতা-কর্মীরা। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা-সমাবেশ, দোয়া মাহফিলসহ সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে বিদেশিদের কাছে না হলেও দেশের ১৮ কোটি মানুষের কাছে সরকারকে মাথা নত করতেই হবে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। জনগণের কাছে বিএনপির কিছু তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বিএনপির প্রতিশ্রুতি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং সংবিধানে মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে লড়ছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত শোভাযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। এতে আরো বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে সকালে ১০ টার পর থেকেই নয়াপল্টনে নেতাকমীরা আসতে শুরু করেন। আনন্দের এই দিনটি ঘিরে কৌতুহলেরও কমতি ছিলো না নেতাকর্মীদের মধ্যে। নির্বাচনের আগে নীতি-নির্ধারকরা তাদের বক্তব্যে কি দিক-নির্দেশনা তুলে ধরবেন তা শুনতে জুমা নামাজের পরে মিছিল স্লোগান নিয়ে এসে ভিড় জমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে ও সরকারের বিরুদ্ধে নানা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোাগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টন সহ আশ পাশের এলাকা। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপির নেতা–কর্মীদের ঢল নামে। অনেকে বাদ্যযন্ত্র নিয়ে, কেউ কেউ ঢাকঢোল পিটিয়ে এবং রংবেরঙের ফেস্টুন-ব্যানার নিয়ে মিছিল করে শোভাযাত্রায় আসেন। বিকেল ৪ টা ১০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি ফকিরাপুল মোড়-নটরডেম কলেজ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা দলীয় সংগীতসহ জিয়াউর রহমানকে নিয়ে গান পরিবেশন করে হাজার হাজার নেতা-কর্মীকে উৎসাহিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App