×

জাতীয়

নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ইসির ৩৩ কর্মকর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম

নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ইসির ৩৩ কর্মকর্তা

নির্বাচন কমিশন ভবন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন স্তরে পদোন্নতি পেলেন নির্বাচন কমিশনের (ইসি) ৩৩ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৯ জনকে চতুর্থ গ্রেডে, ১১ জনকে পঞ্চম গ্রেডে ও ১৩ জনকে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেয়া হয়েছে। তবে গ্রেডেশন তালিকায় থাকার পরও তিন পদে সাতজন পদোন্নতি পাননি।

মঙ্গলবার (২৯ আগস্ট) পদোন্নতি সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে পদোন্নতির খবরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। একাধিক কর্মকর্তা জানান, এর মধ্য দিয়ে দীর্ঘদিনের পদোন্নতি বন্ধ থাকার জট খুলল। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেসব পদ শূন্য ছিল সেসব পদের বিপরীতে পদোন্নতি দেয়া হয়েছে। গ্রেডেশন তালিকায় থাকার পরও যারা পদোন্নতি পাননি, তাদের প্রত্যেকের কিছু না কিছু যৌক্তিক কারণ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App