×

জাতীয়

ঠিকাদার ক্ষতি করলে তার শাস্তি চায় সংসদীয় কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম

ঠিকাদার ক্ষতি করলে তার শাস্তি চায় সংসদীয় কমিটি
সরকারি প্রকল্পে ঠিকাদারদের দ্বারা কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার সুপারিশ করেছে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। সোমবার (২৮ আগস্ট) কমিটির ২৪তম বৈঠকে এ ধরনের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া হলো তার কপি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করেছে কমিটি। এছাড়া পর্যটন কর্পোরেশনের চলমান প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্খা নিতে  বলা হয়েছে। একাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান এবং  খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশ নেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, বেসামরিক  বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মেরামত কাজ মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে রাজস্ব খাত থেকে খরচ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App