×

জাতীয়

দেশে ফকিররা পান্তা ভাত দিলে খায় না, ইংরেজি শোনায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৩:১৩ পিএম

দেশে ফকিররা পান্তা ভাত দিলে খায় না, ইংরেজি শোনায়
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, দেশে ফকিররা এখন পান্তা ভাত দিলে খায় না, উল্টো ইংরেজি শোনায়। আপনারা যদি হেলিকপ্টার, ট্রেন কিংবা রাস্তা দিয়ে যান, তাহলে কোনো কুড়ে ঘর দেখতে পাবেন না। লাল-সবুজের ঘর আপনাদের চোখে পড়বে। আজকের বাস্তব সত্য হলো এই যে, ঢাকার প্রাণকেন্দ্র তো বটেই ঢাকার বাইরেও ফকিরকে পান্তা ভাত খেতে দিলে তারা খেতে চায় না। বরং উল্টো ইংরেজি শোনায়, 'আমার তো গ্যাস্ট্রিক, আমি পান্তা ভাত খেতে পারি না।' শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক শোকসভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ''অগাস্ট ট্রাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শহর ও গ্রামাঞ্চলে একই সঙ্গে উন্নয়ন হয়েছে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ঢাকা বা গ্রামে ফকিরকে পান্তা ভাত দিলে খেতে চায় না। উল্টো গ্যাস্ট্রিক আছে, আমি পান্তা ভাত খাইতে পারি না বলে ইংরেজি শুনিয়ে দেয়। এখন আর পুরনো কাপড় বিক্রি হয় না, ক্রেতাও মেলে না। আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এটাও শুনতে পারতাম না। মতিয়া চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের দায়িত্ব আমাদের সবার ওপরে ছিলো সেই কাজটি তার কন্যা শেখ হাসিনা আমাদের সঙ্গে নিয়ে সম্পাদনের ব্যবস্থা করেছেন। তিনি জীবনের ঝুঁকিকে পরোয়া না করে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছেন। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্ন বাংলার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান মো. জমির বলেন, করোনাকালে আমেরিকা ও ভারতের মতো দেশে এই রোগ নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমরা করোনাকে জয় করেছি। ঘরে ঘরে ভ্যাকসিম পৌছে দিতে সম্ভব হয়েছে এই সরকার। তিনি বলেন, এদেশ বাক স্বাধীনতা আছে, অনেক পত্রিকা আছে। আমেরিকাতেও অতো স্বাধীনতা নেই। মানুষকে গুলি করে খুন করা হয়। আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, বিদেশি দূতাবাসের রাজনৈতিক উইংয়ের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। তাদেরকে জানানো হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে, বঙ্গবন্ধুর সন্তানদের নিয়ে ও আওয়ামী লীগকে নিয়ে যে অপপ্রচার চালানো হয় সেটা তুলে ধরা হয়েছে। তাদেরকে যখন জানানো হয় তখন তারা আমাদের থেকেও বেশি শকড হয়ে যান। তারা বলেন, এতো নির্মম হত্যাকাণ্ড কেন চালানো হয়েছে, এমনকি গর্ভধারী নারীদেরও হত্যা করেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন-মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপি। এতে ১৫ আগস্টের সেই ভয়াল রাতের লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান শেখ আব্দুর রহমান রমা। স্বাগত বক্তব্য দেন-আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এছাড়া দেশি-বিদেশি দূতাবাসের রাজনৈতিক উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আমন্ত্রিত সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App