×

জাতীয়

অভিন্ন চ‍্যালেঞ্জ নিয়ে হাসিনা-জিনপিং আলোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:৪৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের দুই দেশের মধ্যে আরও সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। ব্রিকস সম্মেলন উপলক্ষে দুই নেতা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফরে রয়েছেন। সম্মেলনের ফাঁকে সেখানকার একটি হোটেলে স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার পর (বাংলাদেশ সময় সাড়ে ১০টা) তাদের মধ‍্যে বৈঠক শুরু হয়। ২০১৬ সালের ১৪ অক্টোবরের পর বুধবার দুই নেতা দ্বিতীয়বারের মতো বৈঠক করছেন। বুধবারের বৈঠকে বাংলাদেশ চীনের প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ এবং ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং দুই দেশ সরকারের সঙ্গে বেসরকারি খাতের ১৩ বিলিয়ন ডলারের পাশাপাশি মোট ২৩ বিলিয়ন ডলারের বেশ কয়েকটি প্রকল্প ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কিন্তু আমরা গত আট বছরে মাত্র ৪ বিলিয়ন ডলার পেয়েছি। তিনি বলছিলেন, প্রকল্পগুলি ত্বরান্বিত করা একটি আলোচনার বিষয় হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App