×

জাতীয়

সিআইডি সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম

সিআইডি সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে
ইতিমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিভিন্ন ইউনিটগুলো সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২৩ আগস্ট) সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় সিআইডির গত এক বছরের অর্জন নিয়ে প্রকাশিত স্মার্ট ইনভেষ্টিগেশনে সিআইডি শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন পুলিশ প্রধান। এসময় সিআইডি প্রধান মোহাম্মদ আলী ও এসবি প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সিআইডিতে সাইবার মনিটরিং, মানবপাচার মনিটরিং ও প্রসিকিউশন সেলসহ নতুন-নতুন সেল খোলা হয়েছে, যা ভুয়সী প্রশংসার দাবীদার। এসময় গ্রুপ ভিত্তিক তদন্ত কার্যক্রম, কেইস ম্যানেজমেন্ট সিস্টেম ও ফরোয়ার্ড ডায়েরি মেইনটেইন করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও মাদক ব্যসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ফিনান্সিয়াল ক্রাইম প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, সাইবার ক্রাইম দমন ও ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহে সিআইডিকে আরো গতিশীল ভূমিকা পালনের জন্য নির্দেশ দেন আইজিপি। এর আগে মতবিনিময় সভায় সিআইডির বিভিন্ন শাখার ইউনিট প্রধান তাদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করেন। পুলিশ প্রধান অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শোনেন ও তাৎক্ষণিক সমস্যার সমাধান দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App