×

জাতীয়

মহিলা সমিতির মঞ্চে ‘হার্মাসিস ক্লিওপেট্রা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৭:৫৮ পিএম

মহিলা সমিতির মঞ্চে ‘হার্মাসিস ক্লিওপেট্রা’
প্রাচীন মিসরের ইতিহাস থেকে উঠে আসা চরিত্র হার্মাসিস। বিদেশি শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের দ্বারা আদেশপ্রাপ্ত হয় হার্মাসিস। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে পড়ে, রাজজ্যোতিষীর কাজ নেয়। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করে সে। কিন্তু সফল হয় না। তার পথে বাধা হয়ে দাঁড়ায় প্রেম, ছলনা আর বিশ্বাসঘাতকতা। এমন গল্পে মঞ্চে নতুন নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’ নিয়ে এলো নাট্যদল অনুস্বর। এটি দলের নবম প্রযোজনা। রাহমান চৌধুরীর লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর পরবর্তী তিন দিন একই সময়ে দেখা যাবে নাটকটির আরও তিনটি প্রদর্শনী। নির্দেশক মোহাম্মদ বারী জানিয়েছেন, নাটকটি মঞ্চে আনার জন্য তিন মাস ধরে মহড়া করছেন তারা। তিনি বলেন, মানুষের সবচেয়ে অদ্ভুত আবেগের নাম যদি হয় প্রেম, তবে তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কঠোর কঠিন বাস্তবতা। যুগে যুগে এই দুইয়ের গোলকধাঁধায় বহু দৃঢ়চিত্তের মানুষও কখনো কখনো পা বাড়িয়েছে ভুল পথে। আবার সময় এবং স্বীকৃতির প্রয়োজনে কেউ দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে বাস্তবতা। প্রাচীন মিসরের প্রেক্ষাপটে প্রেম ও বাস্তবতা-দুইয়ের মধ্যে একটি বেছে নেয়ার রূঢ় বয়ান হার্মাসিস ক্লিওপেট্রা। নাটকে হার্মাসিস চরিত্রে অভিনয় করছেন এস আর সম্পদ আর ক্লিওপেট্রা চরিত্রে ফৌজিয়া করিম অনু। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মেরিনা মিতু, যজ্ঞোসিনী মৌ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাইফ সুমন, মাহফুজ সুমন, পিয়ার মোহাম্মদ, নুরুজ্জামান প্রমুখ। সংগীতে ইউসুফ হাসান অর্ক, পোশাক পরিকল্পনায় তামান্না হক সিগমা। একই সময়ে নাটকের দল পালাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন করল কালজয়ী লেখক সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা গল্পে ভিন্নধারার নাটক ‘উজানে মৃত্যু’। শ্রমজীবী, কর্মজীবী আর খেটে খাওয়া মানুষ তাদের জীবন গড়ে তুলতে গিয়ে কত যে অত্যাচার ও নির্যাতনের শিকার হন, এমন বিষয়গুলোই উঠে এসেছে উজানে মৃত্যুতে। যেখানে আছে সহজ-সরলভাবে দার্শনিক সত্যের খোঁজ। নাটকের প্রধান চরিত্র স্ত্রী, সন্তান ও জমিজমা হারানো এক মাঝি। তার দিশেহারা জীবনের দৃশ্যগুলোর রেশ রেখে যায় উজানে বয়ে চলা নৌকার মতোই দীর্ঘশ্বাস নিয়ে। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এ নাটকের নির্দেশনায় ছিলেন-শামীম সাগর। নাটকটি প্রসঙ্গে নির্দেশক শামীম সাগর বলেন, প্রতিদিনই নতুন নতুন আবিষ্কারের নেশায় মেতেছি, শিখেছি, আশ্চর্যান্বিত হয়েছি, সমৃদ্ধ হয়েছি, সৈয়দ ওয়ালীউল্লাহকে সহজবোধ্য করে নতুন ব্যাখ্যায় উপস্থাপনের সাহসে বুক বেঁধেছি। নাটকটিতে অভিনেতা হিসেবে যেমন একদল নবীন নাট্যকর্মী রয়েছেন, তেমনি কারিগরি দিকে দলেরই অভিজ্ঞজনেরা যুক্ত হয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় সৃষ্টি হয়েছে পালাকারের ‘উজানে মৃত্যু’ প্রযোজনাটি। ‘উজানে মৃত্যু’ নাটকে আমরা সোজাসাপ্টা একটা গল্প পাই; কিন্তু এ গল্পের ভাঁজে ভাঁজে আশ্চর্য সব দর্শন আর অন্তর্বাস্তবতার কথা ছড়িয়ে রয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আসাদুজ্জামান শুভ, সাজ্জাদ হোসেন নিষাদ, চারু পিন্টু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, ফাহমিদা মল্লিক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App