×

জাতীয়

পিকে হালদারের মামলার রায়ের তারিখ ধার্য হতে পারে ৩০ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৪:৪১ পিএম

পিকে হালদারের মামলার রায়ের তারিখ ধার্য হতে পারে ৩০ আগস্ট

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় আত্মপক্ষ শুনানিতে গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ধার্য হতে পারে ৩০ আগস্ট।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। এদিন সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন এহেসানুল হক সমাজী। তবে এদিন তা শেষ হয়নি। আদালত আগামী ৩০ আগস্ট অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন।

দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম জানান, মামলাটিতে দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক তুলে ধরা হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি। পিকে হালদারসহ ১০ জন পলাতক রয়েছে। তাদের পক্ষে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই। মামলায় কারাগারে থাকা চার আসামির মধ্যে দুই জনের পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। আর দুই জনের আংশিক বাকি আছে। আশা করছি ৩০ আগস্ট যুক্তি উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ধার্য করবেন।

এরআগে গত ২০ জুলাই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পলাতক অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে ২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App