×

জাতীয়

সাভারে চিরকুট লিখে শিক্ষক হত্যা, গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৯:৫৩ পিএম

সাভারে চিরকুট লিখে শিক্ষক হত্যা, গ্রেপ্তার ৩

গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে চিরকুট লিখে গোলাম কিবরিয়া নামক একজন শিক্ষককে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ইমনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২১ আগস্ট) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইমনসহ জড়িত ৩ জনকে যশোর, ঝিনাইদহ ও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৫ লাখ টাকাও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার (২২ আগস্ট) র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে ২০ আগস্ট রবিবার বিকাল ৩টার দিকে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় গোলাম কিবরিয়া মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে পাওয়া যায় চিরকুট। যাতে লেখা ছিল, ‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে...আমরা ইসলামের সৈনিক। রবিবার সাভারে সংঘটিত ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা এর তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক ইউনিট। স্থানীয়রা জানায়, গোলাম কিবরিয়া সাভার মডেল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। কর্মজীবন শেষে তিনি বাসাতেই প্রাইভেট পড়াতেন। তিনি ওই বাসার একটি রুমে একাই থাকতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App