×

জাতীয়

৩ পিস্তলসহ ছাত্রদলের নিখোঁজ ৬ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১২:৫৪ এএম

৩ পিস্তলসহ ছাত্রদলের নিখোঁজ ৬ নেতা গ্রেপ্তার

ছাত্রদল। ফাইল ছবি

নিখোঁজ ছাত্রদলের ৬ নেতাকে তিনটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানাধীন এক ভবনের ৩য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিসহ ৬ জন ছাত্রদল নেতাকে করেছে।

রবিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের তত্ত্ববধানে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ২। মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), সাবেক সহ-সাধারণ সম্পাদক বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ৩। মো. হাসানুর রহমানওরফে হাসান (৩২), সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ৪। মো. শাহাদত হোসেন (৩১), সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ৫। জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২), সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ৬। মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯) যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, পববর্তীতে আসামী মমিনুল ইসলাম ও মোহাম্মদ আরিফ বিল্লাহ’র দেহ তল্লাশী করে ১। এক রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল, ২। তার কাঁধে থাকা ব্যাগের ভিতর আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার, ৩। একটি কালো রংয়ের প্লাষ্টিকের বক্সের ভিতরে ১৯ রাউন্ড গুলি, ৪। আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে-বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শাখাসমূহ রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদর্শনের মাধ্যমে জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে অর্ন্তঘাতমূলক কাজ করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনায় ওই স্থানে অবস্থান করছিল। চিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামীদের এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App