×

জাতীয়

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০২:৫৩ পিএম

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি: ভোরের কাগজ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। শনিবার ( ১৯আগস্ট) বেলা ১২ টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা মিছিল স্লোগান নিয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় তারা মুক্তি মুক্তি, মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই, এক দফা এক দাবি, সরকার তুই কবে যাবি- এমন নানা স্লোগান দিচ্ছেন। বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নয়াপল্টন সড়কে টানানো হয়েছে মাইক। বিএনপি'র এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে। এর আগে, সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App