×

জাতীয়

বিচারাধীন বিষয়ে মন্তব্য সমীচীন নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৩:৩৩ পিএম

বিচারাধীন বিষয়ে মন্তব্য সমীচীন নয়

ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়ের প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মন্তব্য করেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে রায় হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। ওই আপিল দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বিচারাধীন একটা বিষয়ে রাস্তাঘাটে মন্তব্য করা, বক্তব্য দেয়া সমীচীন নয়।

খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায় দেয়া বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য নিয়ে দিনাজপুরের মেয়রের বিষয়ে শুনানিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বীন আপিল বিভাগের বেঞ্চ এমন মন্তব্য করেন।

সেইসঙ্গে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। তাকে আগামী ২৪ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সেই সঙ্গে আপিল বিভাগে বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন সর্বোচ্চ আদালত। এছাড়া বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়েছে।

গত ৩ আগস্ট বিএনপির ঘোষিত কর্মসূচি পালনকালে বক্তব্য দেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায় দেয়া বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। বিষয়টি নজরে আসায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App