×

জাতীয়

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৭:৪৬ পিএম

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির এক সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৯ আগস্ট (শনিবার) ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন এবং সমাবেশ/বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। মেডিকেল টিম ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের কর্মসূচির মধ্যে আছে- জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং ওই ইউনিটসমূহের অধীনস্থ সব ইউনিট কার্যালয়ে ১৯ আগস্ট ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। নিজ নিজ এলাকায় পোস্টার প্রকাশ, ২০ আগস্ট দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ/বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং সারা দেশের উপরোল্লিখিত কর্মসূচিসমূহ যথাযথভাবে পালনের জন্য আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App