×

জাতীয়

১৫ আগস্টের হত্যাকাণ্ড কারবালার ঘটনাকেও হার মানায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম

১৫ আগস্টের হত্যাকাণ্ড কারবালার ঘটনাকেও হার মানায়
১৫ আগস্টের হত্যাকাণ্ডকে কারবালার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যখন কোনো হত্যাকাণ্ড হয়, তখন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান শুধু তাদেরকেই হত্যা করা হয়। কিন্তু বাংলাদেশে এমন হত্যাকাণ্ড ঘটল, যা একমাত্র কারবালার সঙ্গেই তুলনা করা যায়। এই হত্যাকাণ্ড কারবালার ঘটনাকেও হার মানায়। সেখানে শিশু-নারী কাউকেই খুনিরা রেহাই দেয়নি। বুধবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় সূচনা বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মূখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এডভোকেট কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট তারানা হালিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমূখ। সভার শুরুতেই ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, যারা সবসময় আমাদের বাড়িতে সবসময় ঘোরাঘুরি করেছিল। খাওয়া-দাওয়া করেছিল। তারাই বেইমানি করেছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App