×

জাতীয়

বিমানবাহিনীর সাবেক প্রধান বীর উত্তম সুলতান মাহমুদ আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৪:০১ এএম

বিমানবাহিনীর সাবেক প্রধান বীর উত্তম সুলতান মাহমুদ আর নেই

বীর উত্তম এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ মারা গেছেন। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সুলতান মাহমুদের ছেলে রাজিব মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে তার বাবার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন হবে।

১৯৪৪ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা মজলিসে নানা বাড়িতে জন্ম সুলতান মাহমুদের। পৈত্রিক বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তার বাবার নাম নূরুল হুদা এবং মায়ের নাম আঙ্কুরের নেছা।

মহান স্বাধীনতাযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাব প্রদান করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।

মৃত্যুকালে তিনি স্ত্রীর ফেরদৌস আরা মাহমুদ, এক মেয়ে ও এক ছেলে এবং পরিবারবর্গসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতান মাহমুদ ১৯৬২ সালের ১ জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে সেসময়ের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টর ও পরবর্তীকালে সেক্টর ১-এর কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তখনকার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App