×

জাতীয়

জাতীয় শোক দিবস স্মরণে সাংস্কৃতিক অঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম

জাতীয় শোক দিবস স্মরণে সাংস্কৃতিক অঙ্গন
আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৫ সালের আগস্ট ১৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই শোক বাঙালির হৃদয় তন্ত্রীতে বেদনার মতো নিয়ত বাজে। মঙ্গলবার সেই সুখ তাড়ানিয়া, দুঃখ জাগানিয়া দিন। জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে সাংস্কৃতিক অঙ্গনে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। বাংলা একাডেমির আয়োজনে রয়েছে দিনব্যাপী কর্মসূচি। সকাল ৮টায় একাডেমির পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে এবং সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। এরপর দোয়া মাহফিল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু-বিষয়ক কবিতা আবৃত্তি ও একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে। এতে একক বক্তৃতা দেবেন কবি-গবেষক ড. মোহাম্মদ সাদিক। ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুকে অবলম্বন করে সকালে শতাধিক শিশুর অংশগ্রহণে আর্টক্যাম্প, জাতীয় চিত্রশালা গ্যালারিতে বঙ্গবন্ধুকে নিয়ে সৃজিত শিল্পকর্ম প্রদর্শনী, বিকালে বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোচনা বিষয়ক বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হবে জাতির পিতাকে। নাট্য সংগঠন এথিক এর আয়োজনে শিল্পকলার জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যায় মঞ্চায়ণ হবে ‘নেতা যে রাতে নিহত হলে’। মহাকাল নাট্য সম্প্রদায়ের আয়োজনে অফিসার্স ক্লাবে সন্ধ্যায় প্রদর্শিত হবে মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’। আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শোক দিবস পালন করবে বাংলাদেশ শিশু একাডেমি। একাডেমির অডিটরিয়ামে সকালে আয়োজিত এ স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজনে করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সহজপাঠ স্কুলের আয়োজনে শিশু-কিশোরদের জন্য মাইম পরিবেশন করবে মাইম আর্ট। সকালে দনিয়া মাসুদ মঞ্চে প্রদর্শিত হবে এই শো। ঘণ্টাব্যাপী এই পরিবেশনায় থাকবে মাইম আর্ট এর শিল্পীদের দলীয় ও একক পরিবেশনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App