×

জাতীয়

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৯:৪৪ পিএম

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত ছিল। তিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিলেন এবং তিনিই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী। বঙ্গবন্ধু হত্যার দায়ে বিচার কার্যে যাদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জিয়াউর রহমান বেঁচে থাকলে তাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর সুপার মার্কেটে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ছিন্নমুল মানুষের মাঝে ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক এর উদ্যাগ ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ঢাকা ৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়, সদস্য আইয়ুব আলী খান, সদস্য এডভোকেট আসমা আক্তার কেকা , ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মামুন,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম দিদার,কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক, কদমতলী থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জিহাদ মাতুব্বর। এসময় কদমতলী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App