×

জাতীয়

টেকনাফে ৪ লাখের বেশি ইয়াবা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০২:২০ পিএম

টেকনাফে ৪ লাখের বেশি ইয়াবা আটক

ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফে পৃথক তিনটি অভিযান চালিয়ে চার লাখ ৩৪ হাজার পিস ইয়াবা আটক করেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এই বিপুল পরিমাণ ইয়াবা আটক হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে’ নাজিরপাড়া বিওপির অধীনস্ত গফুরের প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এ খবর পাওয়ার পর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল ও নাজিরপাড়া বিওপির একটি দল ওই এলাকার বেড়ীবাঁধের পাশে কৌশলগত অবস্থান নেয়। রাতে বিজিবি সদস্যরা ৩ ব্যক্তিকে দু’টি বস্তা কাঁধে নিয়ে নাফ নদীর সীমান্ত সংলগ্ন কেওড়া বাগান অতিক্রম করে গফুরের প্রজেক্টের দিকে আসতে থাকে। বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা কাঁধে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে দ্রুত দৌঁড়ে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। টহলদল সেখানে তল্লাশী চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।

একই রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাজিরপাড়ার রহমানের স্লুইচ গেইট এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরো ৯৪ হাজার পিস ইয়াবা আটক করে। অপরদিকে সাবরাংয়ের আশিকানিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অপর এক অভিযান চালিয়ে আরো এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা আটক করেছে। তবে এসব অভিযানকালে বিজিবি পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App