×

জাতীয়

হাসপাতালেই ক’দিন থাকতে হবে খালেদা জিয়াকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম

হাসপাতালেই ক’দিন থাকতে হবে খালেদা জিয়াকে

খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে তার পরীক্ষা-নিরীক্ষা রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর বুধবার রাতে সেখানে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই তার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে-এমন প্রশ্নে জাহিদ বলেন, তারা আজ তার রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

৭৮ বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস (বহুমূত্র), লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে।

এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সাজা স্থগিতের শর্ত হিসেবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App