×

জাতীয়

স্বেচ্ছায় ধরা দেয়া ৪ জনকে আইনি সহায়তা দেবে র‍্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৩:১১ পিএম

স্বেচ্ছায় ধরা দেয়া ৪ জনকে আইনি সহায়তা দেবে র‍্যাব

ছবি: ভোরের কাগজ

স্বেচ্ছায় ধরা দেয়া ৪ জনকে আইনি সহায়তা দেবে র‍্যাব

ছবি: ভোরের কাগজ

৫৫ নিখোঁজের মধ্যে ৭ জনের বিষয় এখনো অজানা

স্বেচ্ছায় র‍্যাবের কাছে আসা ৪ জন দুবার পালাতে গিয়েও কেএনএফ ও জামাতুল আনসার হিন্দাল ফিল শারকিয়ার সদস্যদের কাছে ধরা পড়ে যায়। এ জন্য তাদের নির্মম নির্যাতনের শিকার হতে হয়।

এমনটিও বলা হয় আবার পালানোর চেষ্টা করলে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে। এখন পর্যন্ত ৫৫ জন নিখোঁজের তালিকানুযায়ী ৪৮ জনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‍্যাব। বাকি ৭ জনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

[caption id="attachment_454756" align="alignnone" width="1280"]স্বেচ্ছায় ধরা দেয়া ৪ জনকে আইনি সহায়তা দেবে র‍্যাব ছবি: ভোরের কাগজ[/caption]

স্বেচ্ছায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া যোগ দেয়া ৪ জনের আত্মসমর্পণের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (৯ আগস্ট) দুপরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App