×

জাতীয়

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারিগর জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৯:৫৮ পিএম

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারিগর জিয়া
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারিগর জিয়া
কথামালা, সুরের মূর্চ্ছনা, নাচের ছন্দময় মুদ্রায় ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করেছে শিল্পকলা একাডেমি। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে শিল্পের আলোয় বঙ্গমাতাকে মূর্ত করে তোলেন শিল্পীরা। শিল্পের নান্দনিকতায় বঙ্গমাতার সঙ্গে উঠে আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের নানা অধ্যায়। একাডেমির নৃত্যদলের কোরিওগ্রাফিতে শিল্পের পরতে পরতে বঙ্গমাতাকে মূর্ত করে তোলেন শিল্পীরা। এরপর ‘আরেকটাবার জনম দেনা মা’ ও ‘ধন্য মুজিব ধন্য’ শিরোনামের পরপর দুটি দলীয় গান পরিবেশন করে একাডেমির শিশুশিল্পীরা। এরপর ‘দুঃখিনী বাংলা জননী’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে একাডেমির নৃত্যদল। সবশেষে পরিবেশিত হয় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের উপর নির্মিত চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। আবৃত্তি করেন-আব্দুল্লাহ বিপ্লব। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা হিলালী। স্বাগত বক্তব্য দেন-শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দীন আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি কে এম খালিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ২৩ বছরের সংগ্রামী জীবনে প্রায় ১৪ বছরই জেলে কাটিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জেলে থাকার সময়গুলোতে শক্ত হাতে বুদ্ধিমত্তার সঙ্গে ঘর ও দলের নেতাকর্মীদের সামলিয়েছেন বেগম ফজিলাতুন নেছা মুজিব।তার মতো মহীয়সী নারী গোটা বাংলাদেশের জন্য এক বিশেষ অনুপ্রেরণা। কিন্তু ঘাতকের বুলেটের আঘাত থেকে বাঁচতে পারেননি বঙ্গমাতা নিজেও। এমনকি শিশুপুত্র নিস্পাপ রাসেলকেও বাঁচতে দেয়নি ঘাতকেরা। তিনি বলেন, বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবারের হত্যার নেপথ্যের কারিগর জিয়াউর রহমান। জিয়াউর রহমানের দূরভিসন্ধির কারণেই বাংলাদেশ উল্টোপথে হাঁটা শুরু করেছে। পুরো পরিবারকে হারিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার বাবার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশকে উন্নয়নের মহসড়কে উন্নীত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App