×

জাতীয়

সেবাগ্রহীতা ১৭১ প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করছে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম

সেবাগ্রহীতা ১৭১ প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করছে ইসি

ইসি

সম্প্রতি নাগরিকদের তথ্য ফাঁসের কারণে নেড়ে চড়ে উঠেছে নির্বাচন কমিশনের এনআইডি উয়ং। এনআইডির তথ্য ফাঁসে দেশ-বিদেশ জুড়ে তোলপাড়ের কারণে ইসির এনআইডি উয়ং এর সঙ্গে চুক্তি থাকা ১৭১ সেবাগ্রহীতা প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করার কাজে নেমে পড়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) বলে জানিয়েছেন ইসির এনআইডি উইং এর মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর। তিনি জানান, এই প্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত সক্ষমতা যাচাইয়ে আইটি অডিট ও ইন্সপেকশনে যাচ্ছে এনআইডি উইংয়ের নিজস্ব কারিগরি টিম। তিন পার্টনার সার্ভিস অর্গানাইজেশনেরও অডিট চলছে। শিগগিরই প্রতিবেদন দেবে এ সংক্রান্ত কমিটি। ইসির তথ্য ভাণ্ডার সুরক্ষিত থাকলেও সেবাগ্রহীতা প্রতিষ্ঠানের কোনোটিই যেন তথ্য ফাঁস হওয়ার মতো অনিরাপদ না থাকে, তা নিশ্চিতেই এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিটি সেবাগ্রহীতা প্রতিষ্ঠানের তথ্য ভাণ্ডার কতটা মজবুত তা খতিয়ে দেখবে ইসি। উল্লেখ্য, গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়। এ খবর প্রকাশিত হওয়ার এক মাস হতে চলেছে। ভোটার তালিকাভুক্ত নাগরিকদের তথ্য ভাণ্ডার নিয়ে ইসির এনআইডি উইং গত ৯ জুলাই থেকে কার্যক্রম শুরু করে। জরুরি ভিত্তিতে নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমের লক্ষ্যে পার্টনার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের দুর্বলতা খুঁজে বের করে তা নিরসনে আইটি অডিট কার্যক্রম নেয়ার পরামর্শ দেয় ইসির আইটি বিভাগ। একইসাথে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরাপত্তা সংক্রান্ত কারিগরি কমিটি তৈরির পাশাপাশি তথ্য যাচাইয়ের পলিসি শক্তিশালী করা ও মনিটরিং করার সুপারিশ আসে। এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, কম্পিউটার কাউন্সিল ভেন্ডর প্রতিষ্ঠান সহ অনেকের সঙ্গে বৈঠক করে ইসির এনআইডি উইং। এ সভায় জাতীয় পরিচয় তথ্যভাণ্ডারের সার্ভারকে সুরক্ষিত রাখার পাশাপাশি সেবা নেয়া ১৭১টি প্রতিষ্ঠানের ওপর সারাক্ষণ তদারকি চালানোর সুপারিশ এসেছে। ইসির নেয়া পদক্ষেপের বিষয়ে ইসির এনআইডি উইং মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বলেন, তথ্য ফাঁসের ঘটনার পর আমরা তদারকি বাড়িয়ে দিয়েছি। ফিজিক্যাল ও আইটি ইন্সপেকশন করা হচ্ছে। একটি কারিগরি টিম করে দেয়া হয়েছে। ইতিমধ্যে তিনটি প্রতিষ্ঠানের বিষয়ে আইটি অডিট চলছে। এনআইডি ডিজি বলেন, প্রতি মাসে পর্যায়ক্রমিক নিরীক্ষা করার উদ্যোগ হয়েছে। সেবাগ্রহীতা ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিনিয়ত কি পরিমাণ হিট তথ্যভাণ্ডারে হচ্ছে তাও নজরদারিতে রাখা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা সক্ষমতা নিয়ে সনদ দেয়ায় আনুষঙ্গিক সহায়তা চেয়ে আইসিটি বিভাগকেও চিঠি দেয়া হবে। চুক্তির শর্ত ভঙ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সবগুলো প্রতিষ্ঠান অডিটের আওতায় আসায় তথ্য লিকেজের বিষয়েও সতর্ক থাকতে বাধ্য হবে। তিনি জানান, সাইবার হামলার শঙ্কার বিষয়ে সংশ্লিষ্টরা সজাগ রয়েছে। আমাদের এখানে সাইবার থ্রেটের সেরকম সুযোগ নেই। তবুও সব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ১৫ অগাস্টের সাইবার হামলার শঙ্কা শুধু নয়, আগামীতে দীর্ঘ সময়েও এ ধরনের শঙ্কা যেন এড়ানো যায় সে বিষয়ে আমরা নজর রাখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App