×

জাতীয়

আন্দোলনের নামে বিএনপি আবারো সংবিধানে হাত দিতে চায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৮:২৪ পিএম

আন্দোলনের নামে বিএনপি আবারো সংবিধানে হাত দিতে চায়
  • ঢাকায় ১৪ দলের শান্তি সমাবেশ
বিএনপি আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায় মন্তব্য করে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গুবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সংবিধানে হাত দিয়েছিলো বিএনপি। সেই সংবিধান তার কন্যা শেখ হাসিনা আবার ফিরিয়ে এনেছেন। বিএনপি আন্দোলনের নামে সংবিধানে হাত দিতে চায়। সংবিধানকে পাকিস্তানি সংবিধানের ধারায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলীয় জোট আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। আমির হোসেন আমু বলেন, বিএনপি গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। উদারতা দেখিয়েছেন। কারাবন্দি নেত্রীর সঙ্গে বিএনপি নেতাদের দেখা করার সুযোগ করে দিয়েছেন। এর চেয়ে বড় সুবিধা কোন দেশ দিয়েছে? আমু বলেন, আজকে যারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চেয়েছিলো, সেখানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন এবং এগিয়ে নিয়েছেন। কোনো ষড়যন্ত্র এই দেশের মাটিতে টিকবে না। আমাদের ওপর বার বার হামলা হয়েছে। এই হামলার পরও আওয়ামী লীগ টিকে ছিলো। কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করবো না। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন হবে নির্ধারিত সময়ে, আমরা প্রস্তুত। যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাদের কবর হবে এই দেশের মাটিতে। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। আগামী নির্বাচনে আবার শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। দরকার হলে আবার সেই মুক্তিযুদ্ধে ফিরে যাবো। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তাদের বলে দিতে চাই আপনাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আমরা বেঁচে থাকতে কখনোই হতে দেবো না। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশের চলমান উন্নয়ন থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিদেশিদের হস্তক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি যখন দেশে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলা করছে, তখন আন্তর্জাতিক একটি মহল পুলিশকে আহ্বান জানাচ্ছে, তারা যেন শক্তি প্রদর্শন না করে। বিএনপির অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। এটা সংবিধানের নিয়ম। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত না হলে গঙ্গা পানি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশীদের সঙ্গে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন। বিদেশীদের চাপ ও ষড়যন্ত্র কোনভাবেই প্রধানমন্ত্রীকে দুর্বল করতে পারবে না। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন,গন আজাদী লীগের সভাপতি এডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ ১৪ দলের নেতারা।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App