×

জাতীয়

বুধবার নতুন করে ঘর পাচ্ছেন আরো ২২ হাজার পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম

বুধবার নতুন করে ঘর পাচ্ছেন আরো ২২ হাজার পরিবার

পুরনো ছবি

আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নতুন করে আরো ২২ হাজার ১০১ টি পরিবার জমির সহ ঘর পাচ্ছেন। আগামী বুধবার এসব ঘর হস্তান্তর করা হবে। ঐদিন সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গণভবন থেকে তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়-২ প্রকল্প ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর আশ্রম প্রকল্পে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। সোমবার (৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার নতুন করে জমি সহ ঘর পাবেন ২২ হাজার ১০১ পরিবার। অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন ও গৃহহীন মানুষ পুর্নবাসিত হয়েছেন। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ২৮ লাখ মানুষ। উপকারভোগীর সংখ্যা ও পুনর্বাসন পদ্ধতি বিবেচনায় এটি বিশ্বের বৃহত্তম সরকারি পুনবাসন কর্মসূচি। দেশের সব উপজেলায় প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। উপকারভোগীদের বসতবাড়ির জন্য সারাদেশে প্রায় ২৪ হাজার একর জমি ব্যবহার করা হয়েছে। দেশের ২১ জেলার সব উপজেলায় ৩৩৪টি উপজেলার সব ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসিত হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ পর্যায়ে ১২ টি জেলার ১২৩ টি উপজেলা ভূমিহীন মুক্ত হচ্ছে। জেলাগুলো হচ্ছে-মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি জেলা। শুধুমাত্র মুজিব বর্ষের বিশেষ কর্মসূচির দ্বারা ২ লাখ ৩৮ হাজার ৮৫১ টি ঘরে ১১ লাখ ৯৪ হাজার ৩৫ জন ছিন্নমূল মানুষ পুনর্বাসিত হয়েছে। মুজিব বর্ষের বিশেষ এই কর্মসূচিতে একক ঘর নির্মাণের জন্য সারাদেশে ৬২০০ একর জমি উদ্ধার করা হয়েছে। যার স্থানীয় বাজার মূল্য ৩ হাজার ৫৬৫ কোটি টাকা। আর জমি কেনা হয়েছে ৩২৩.৭৮ একর। এজন্য ২১৫ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে। জমি কেনার পরে ১৩ হাজার ৮৪১ টা পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করা হয়েছে ২ হাজার ১৪৪ টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App