×

জাতীয়

আসছে সাইবার আইন, মানহানিতে কারাদণ্ড বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম

আসছে সাইবার আইন, মানহানিতে কারাদণ্ড বাতিল
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে এখন 'সাইবার নিরাপত্তা আইন-২০২৩' নামে প্রতিস্থাপিত হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করে সন্নিবেশিত করা হবে সাইবার নিরাপত্তা আইনে। সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হ‍য় বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একইসঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে। কারণ মানহানির মামলায় কারাদণ্ড নেই। ৪৩ ধারা পরোয়ানা ছাড়া তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা থাকছে পুলিশের। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাগুলো চলবে নতুন আইনে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদে সাইবার আইনটি উঠবে। নতুন সাইবার আইনে ২৮ ধারায় সাজা কমিয়ে ২ বছর এবং জামিনযোগ্য করা হযেছে। এছাড়া ২৯ ধারায় কারাদণ্ডের বদলে জরিমানা করার ধারা যুক্ত হয়েছে। এর পরিমাণ ২৫ লাখ টাকা। নতুন আইনে থাকছে ৩০ ধারা, ৩১ ধারায় ৭ বছরের জায়গায় ৫ বছর সাজা হবে। ৩২ ধারায় সাজা ১৪ থেকে ৭ বছর করা হয়েছে। ৩৩ ধারা বাতিল করা হয়েছে। এছাড়া নতুন আইনে হ্যাকিং এর ধারা যুক্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App