×

জাতীয়

দুদক সচিবের সঙ্গে মার্কিন দুর্নীতিবিষয়ক কর্মকর্তার বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:৫৮ পিএম

দুদক সচিবের সঙ্গে মার্কিন দুর্নীতিবিষয়ক কর্মকর্তার বৈঠক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ। রবিবার (৬ আগস্ট) বিকাল ৩টা ৪০ মিনিটে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে আসে। পরে প্রতিনিধি দলটি দুদক সচিবের কক্ষে বৈঠকে বসেছে। বৈঠক শেষে দুদক সচিব সাংবাদিকদের বলেন, রাজনৈতিক ইস্যু নয়, দুদকের আইন কানুন সম্পর্কে জানতেই মার্কিন প্রতিনিধি দলের আগমন। গত মাসে বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়কের দায়িত্ব নেয়ার পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফর করছেন রিচার্ড নেফিউ। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও তার সফরের অন্তর্ভুক্ত রয়েছে। তিনদিনের এই সফরে দুর্নীতি দমন কমিশন ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্নীতি দমন নিয়ে কাজ করে এমন সরকারি, বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির। গত ৫ জুলাই রিচার্ড নেফিউকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়। তিনি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত। স্টেট ডিপার্টমেন্টে যোগদানের আগে রিচার্ড নেফিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসিতে সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন। দুদকের সঙ্গে বৈঠকে দুর্নীতি দমনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিরসনে গৃহীত কার্যক্রমসমূহ নিয়ে মতবিনিময় হয়। এক্ষেত্রে বিশ্বব্যাপী দুর্নীতি দমনের নিমিত্তে বিদ্যমান কৌশলসমূহের পাশপাশি মানিলন্ডারিং প্রতিরোধে কি কি নতুন কৌশল গ্রহণ করা সমীচীন, সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পারস্পরিক সহযোগীতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি দমন কমিশনও এই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আন্তরিক সহযোগিতার কথা ব্যক্ত করেন। মার্কিন প্রতিনিধি দলের অন্যান্য দুই সদস্য হলেন- দুর্নীতি দমন সংক্রান্ত বিশ্লেষক মিস্টার ডিল্যান এইকেনস এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা মিস্টার ম্যাক্স মার্টিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App