×

জাতীয়

নুরের ওপর ছাত্রলীগের হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম

নুরের ওপর ছাত্রলীগের হামলা
'বিরোধী রাজনৈতিক দলের উপর হামলা-মামলা, জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে' পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার(২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় ছাত্র অধিকার পরিষদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের হামলায় ছাত্র অধিকার পরিষদের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়। এরমধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আসাদ বিন নূরীর দাবি, হামলায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তার মধ্যে অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আর কয়েকজন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন- মেহেদী হাসান (২৩), রাকিব (২৫), তোফায়েল আহমেদ (২৫ ), মো. রাকিব (২৮), আব্দুর জাহের (৩০), সাব্বির (২৫), সাদ (২৩), তুহিন (২৫), ইউসুফ (২৩), আকাশ (২২) ও কামরুজ্জামান(৩৫)। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বরাতে জানা যায়, রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের প্রোগ্রামের আগে বিকেল সাড়ে তিনটা থেকে টিএসসি ও আশপাশের এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পুরো ক্যাম্পাসে মোটরসাইকেলে শোডাউন দিতে দেখা যায়। এসময় তার মোটরসাইকেল বহরে শতাধিক নেতাকর্মী ছিলো। হামলার শিকার ছাত্র অধিকার পরিষদের এক নেতা জানান, রাজুতে ছাত্রলীগের অবস্থানের কথা জেনে আমরা শাহবাগ থেকে মিছিল নিয়ে আসি। পরে রাজু ভাস্কর্য পাড় হলেই সেখানে শয়ন ও সৈকতের গাড়ি বহর সামনে এসে দাঁড়ায়। এসময় মুখোমুখি অবস্থান তৈরি হলে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গাড়ির হর্ন বাজাতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর চড়াও হয়। ধাওয়া দিয়ে মারধর করতে থাকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের। ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে এনেও মারতে থাকে। পরে আহতরা রিক্সায় করে চলে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে থাকতে দেখা যায় ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীদের। পাশাপাশি ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে তারা। হামলার বিষয়ে জানতে চাওয়া হলে সম্পূর্ণ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ভোরের কাগজকে বলেন, বহিরাগতদের দ্বারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্তের শঙ্কার বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রাজুতে মানববন্ধন করছিল। ঠিক সেসময় নুর কতিপয় সন্ত্রাসী নিয়ে এসে সেই মানবন্ধনে মুখোমুখি হয়। এতে দুটি পক্ষের মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। নুরের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করলে সেটাকে প্রতিহত করে রাজুতে মানববন্ধনরত শিক্ষার্থীরা। এখানে ছাত্রলীগের কোনো হাত নাই।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App