×

জাতীয়

ষড়যন্ত্র রুখতে যুব ও তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম

ষড়যন্ত্র রুখতে যুব ও তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুবক ও তরুণ প্রজন্ম ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সহ সব ধরনের আন্দোলনে অংশ নেয়। অধিকার প্রতিষ্ঠার সকল সংগ্রামে বঙ্গবন্ধু যুবক ও তরুণ শ্রেণির প্রতি নির্ভর করতেন। বর্তমান সময়ে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব ও তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বুধবার (২ আগস্ট) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট ‘আমার জীবন, আমার স্বপ্ন’ প্রতিপাদ্যে আয়োজিত ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় ডেপুটি স্পিকার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শিশু ও যুব সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ যখন সগৌরবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল তখন স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসের ঘৃণ্যতম মানবাধিকার লঙ্ঘন করেছিল। সেখান থেকে আন্দোলন ও নেতৃত্বের মধ্য দিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের বর্তমান কাঠামোতে নিয়ে আসেন। মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের দর্শন হচ্ছে ‘কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়’। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে শিশু, যুবক ও তরুণদের বিষয়ে সরকার যুববান্ধব পরিকল্পনা গ্রহণ করছে। তরুণদের আগামীর বাংলাদেশের কাণ্ডারী হিসেবে তৈরি করতে হবে। অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্টল পরিদর্শন ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ৫ মিনিটের একটি একটি ডকুমেন্টারি দেখানো হয়। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের হেড অব কো-অপারেশন জো গোডিংস এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রিটা হুকায়েম বক্তব্য রাখেন। দেবাশিষ আর সরকার এবং নিশাত বিনতে রায়হানের সঞ্চালনায় জাতীয় পরিচালক সুরেশ বার্টলেটসহ অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App