×

জাতীয়

আসল পরীক্ষা আরো পরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১২:৪৪ পিএম

আসল পরীক্ষা আরো পরে

অধ্যাপক শান্তনু মজুমদার

আসল পরীক্ষা আরো পরে

অধ্যাপক শান্তনু মজুমদার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বলেছেন, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির রাজপথের চলমান আন্দোলনে খুব বড় কিছু অর্জন হয়েছে বলে প্রমাণ হয় না। আবার কর্মসূচিতে হোঁচট খেয়েছে, সেটাও বলা যাবে না। অর্থাৎ নির্বাচনের আগে এখনো অনেক সময় বাকি আছে। তাই দলটির আসল শক্তির পরীক্ষা দেখা যাবে আরো পরে।

সম্প্রতি ভোরের কাগজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, বিএনপির পক্ষে যে একটা সমর্থন আছে, সেটা তারা কিছুটা হলেও দেখাতে পেরেছে। আমার মনে হয়, একই সঙ্গে তারা হয়তো এটাও দেখতে চাইছে, সরকার বিরোধীদের এই রাজপথে নামাকে কীভাবে মোকাবিলা করে।

তিনি বলেন, নির্বাচনের বছরে দুদলই নিজেদের সামর্থ দেখাতে রাজপথে থাকবে। আগস্ট মাস কতটা হবে আমি জানি না। শোকের মাস আগস্টে বিএনপি হয়তো ঢাকা কেন্দ্রিক কর্মসূচি না দিয়ে ঢাকার বাইরে কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখবে। কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসে এরকম শোডাউন আমরা দেখতে থাকব। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সমঝোতা হবে এবং সব সংকটের অবসান হবে বলে আমি বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App