×

জাতীয়

খালেদার দুর্নীতি মামলার জামিন বিষয়ে রায় বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ০১:৫৩ পিএম

খালেদার দুর্নীতি মামলার জামিন বিষয়ে রায় বুধবার
জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় বুধবার (১৬ মে) ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। মামলাটি রায়ের জন্য বুধবারের কার্যতালিকায় তিন নম্বরে রাখা হয়েছে। এর আগে গত বুধবার (৯মে) খালেদা জিয়ার জামিন বিষয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গত ১২ মার্চ ৪ মাসের জামিন পান তিনি। তবে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ১৯ মার্চ তার জামিনাদেশ স্থগিত হয়ে যায়। এদিকে মঙ্গলবার আপিল বিভাগের রায় আসবে জেনে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতারা সর্বোচ্চ আদালতে ভিড় করেছেন। তবে অ্যাটর্নি জেনারেলের একটি আবেদনে আদেশ আটকে যাওয়ায় তারা হতাশ হয়ে ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App